ক্যালিসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়


গত ডিসেম্বরে বিদায় নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকেকিন্তু রঙিন পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে যেতে চেয়েছিলেন আরও কিছু দিনআগামী বিশ্বকাপে তাকে দলে চেয়েছিলেন নির্বাচকরাওকিন্তু জুলাই মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডেতে মাত্র ৫ রান করার পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন জ্যাক ক্যালিসসর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ক্রিকেটারকে তাই আর দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে
ক্যালিস, kallis


টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই ১০ হাজার রানের মালিক ক্যালিস ওয়ানডেতে করেছেন ১১ হাজার ৫৭৯ রানটেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের তালিকায় আছেন সাতেওয়ানডেতে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৮৬টি ফিফটিতবে ক্যালিস মানে তো শুধু ব্যাটিং নয়ওয়ানডেতে ২৭৩টি উইকেটও আছে তার

আগামী অক্টোবরে ৩৯ পূর্ণ করতে চলা ক্যালিস অবশ্য আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চানবিশেষ করে টি-টোয়েন্টি লিগগুলোhttp://www.news24entertainment.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%a8%e0%a7%9f/

ব্রাজিল সেমিফাইনালে

 

চলতি বিশ্বকাপের অনেক ম্যাচেই রেফারিং খুবই বাজে হয়েছে। বিশেষ করে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে অনেক ভুল সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। আজকের রাতের ম্যাচে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা এবং গোলরক্ষক জুলিও সিজারকে অন্যায়ভাবে হলুদ কার্ড দেওয়া হলো। আবার ব্রাজিলের ফরোয়ার্ড খেলোয়াড় নেইমারকে খুবই বাজেভাবে ফাউল করা সত্বেও প্রতিপক্ষ কলম্বিয়ার খেলোয়াড়কে কোন কার্ডই দেওয়া হলো না। সেমিফাইনালে ব্রাজিল ও জার্মানির মধ্যকার খেলায় নেইমার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারে কিনা সে বিষয়ে অনেক সংশয় রয়েছে।
আগের ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিলের হাল্কের একটি গোল রেফারি তো দেয়ই নি উপরন্তু হাল্ককে হলুদ কার্ড দিয়েছে। ভিডিওতে দেখা গেছে বল হাল্কের বুকে লেগেছে, কোনভাবেই হাতে লাগে নি। ডেভিড লুইস ও থিয়াগো সিলভার মূল কাজ হলো দলের রক্ষণভাগ সামলানো; তাদের সেই কাজের পাশাপাশি আজ তারা দুজনে শুক্রবার রাতের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে একটি করে গোল করে দলকে অনেক সহায়তা করেছেন।
 

LinkWithin