ক্যালিসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়


গত ডিসেম্বরে বিদায় নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকেকিন্তু রঙিন পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে যেতে চেয়েছিলেন আরও কিছু দিনআগামী বিশ্বকাপে তাকে দলে চেয়েছিলেন নির্বাচকরাওকিন্তু জুলাই মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডেতে মাত্র ৫ রান করার পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন জ্যাক ক্যালিসসর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ক্রিকেটারকে তাই আর দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে
ক্যালিস, kallis


টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই ১০ হাজার রানের মালিক ক্যালিস ওয়ানডেতে করেছেন ১১ হাজার ৫৭৯ রানটেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের তালিকায় আছেন সাতেওয়ানডেতে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৮৬টি ফিফটিতবে ক্যালিস মানে তো শুধু ব্যাটিং নয়ওয়ানডেতে ২৭৩টি উইকেটও আছে তার

আগামী অক্টোবরে ৩৯ পূর্ণ করতে চলা ক্যালিস অবশ্য আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চানবিশেষ করে টি-টোয়েন্টি লিগগুলোhttp://www.news24entertainment.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%a8%e0%a7%9f/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

LinkWithin