এসিড নিক্ষেপের মামলায় সিরাজগঞ্জে দুইজনের যাবজ্জীবন





এসিড নিক্ষেপের মামলায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরনন্দীগাতী গ্রামের বাবু চান ও সোনতলা গ্রামের মো. কাশেম আলীকে জাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইলিয়ট ব্রিজ






ইলিয়ট ব্রিজ। সিরাজগঞ্জের ঐতিহ্যিক স্থাপত্য। বড় পুল নামে অধিক পরিচিত। এটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কোনো পিলার ছাড়াই শুধু স্টিল ফ্রেমের ওপর অবস্থিত। ১৮৮২ সালের ৬ আগস্ট এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলা ও আসামের তকালীন প্রশাসক স্যার চার্লস ইলিয়ট। বড়াল নদীর ওপর নির্মিত এই ব্রিজটি ১৮০ dzU দীর্ঘ ও ১৬ ফুট চওড়া। স্রোতস্বিনী সেই বড়াল মরে গেলেও শহরের মধ্যভাগে স্থাপিত এই ব্রিজ পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ রক্ষা করে চলেছে এখনও।


LinkWithin