ব্রাজিল সেমিফাইনালে

 

চলতি বিশ্বকাপের অনেক ম্যাচেই রেফারিং খুবই বাজে হয়েছে। বিশেষ করে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে অনেক ভুল সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। আজকের রাতের ম্যাচে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা এবং গোলরক্ষক জুলিও সিজারকে অন্যায়ভাবে হলুদ কার্ড দেওয়া হলো। আবার ব্রাজিলের ফরোয়ার্ড খেলোয়াড় নেইমারকে খুবই বাজেভাবে ফাউল করা সত্বেও প্রতিপক্ষ কলম্বিয়ার খেলোয়াড়কে কোন কার্ডই দেওয়া হলো না। সেমিফাইনালে ব্রাজিল ও জার্মানির মধ্যকার খেলায় নেইমার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারে কিনা সে বিষয়ে অনেক সংশয় রয়েছে।
আগের ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিলের হাল্কের একটি গোল রেফারি তো দেয়ই নি উপরন্তু হাল্ককে হলুদ কার্ড দিয়েছে। ভিডিওতে দেখা গেছে বল হাল্কের বুকে লেগেছে, কোনভাবেই হাতে লাগে নি। ডেভিড লুইস ও থিয়াগো সিলভার মূল কাজ হলো দলের রক্ষণভাগ সামলানো; তাদের সেই কাজের পাশাপাশি আজ তারা দুজনে শুক্রবার রাতের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে একটি করে গোল করে দলকে অনেক সহায়তা করেছেন।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

LinkWithin